নেটওয়ার্ক প্রযুক্তি বছর 2021

বিস্ময়কর গতির 5G ইন্টারনেট নেটওয়ার্ক প্রযুক্তি চালু হবে বিভিন্ন দেশে এ বছর। ইতোমধ্যে অনেক দেশ 5G ইন্টারনেট চালুর ঘোষণা দিয়েছে এবং অনেক দেশে বন্ধ হয়ে যাচ্ছে পুরানো 3G ইন্টারনেট। এর ফলে বদলে যাবে বহু প্রযুক্তি পন্য। ‌5G নেটওয়ার্ক সুবিধা প্রদান করতে বড় বড় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো বাজারে ছাড়ছে 5G স্মার্টফোন। বেশিরভাগ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান 2019 সালের মাঝামাঝি হতে 5G প্রযুক্তির স্মার্টফোন বাজারে ছাড়তে শুরু করেছে।

আসবে 5G প্লেস্টেশনসহ আরো বিভিন্ন গেমিং ডিভাইস। এই প্রযুক্তি ব্যবহার করতে আসছে বিভিন্ন হোম এপ্লায়েন্স যা বাসার বাইরে বসেই এমনকি বিশ্বের যে কোন স্থান হতে মোবাইল এ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এর ফলে যে কোনো স্থান থেকেই বাসাবাড়ির লাইট, ফ্যান, দরজা, পানির কলসহ অন্যান্য কিছু নিয়ন্ত্রণ করা যাবে। তাই এ বছর ডিভাইস হিসেবে স্মার্টফোনের কদর আরো বাড়বে। বিভিন্ন প্রতিষ্ঠান 5G ডিভাইস প্রদর্শন করবে। নমনীয় পর্দার ফোল্ডেবল মোবাইল ফোনও বাজারে আসছে যা হবে 5G প্রযুক্তি সাপোর্টেড।

106 Replies to “নেটওয়ার্ক প্রযুক্তি বছর 2021”

  1. Its like you read my mind! You appear to know a lot about this, like you wrote the book
    in it or something. I think that you can do with a few pics
    to drive the message home a little bit, but other
    than that, this is excellent blog. A fantastic
    read. I’ll definitely be back. asmr 0mniartist

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *