উপক্রমনিকা
প্রায়শই শোনা যায় বয়সে অনেক তরুন এমনকি হালকা পাতলা লোকেরও হার্টে ব্লকেজ ধরা পড়েছে, অথচ বিনা ঔষধে কিছু পথ্য দ্বারা ঘরোয়াভাবে দাওয়াই এর মাধ্যমে মুক্ত থাকা সম্ভব এই মরনব্যাধী হার্ট এ্যাটাক এর ঝুকি হতে।গবেষণা হতে জানা গেছে এই দাওয়াই নিয়মিত খেলে যাদের ব্লকেজ আছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ব্লকেজ খুলে যাবে এবং প্রয়োজন হবেনা ব্যয়বহুল রিং পরানোর, আর যাদের এখনও ব্লকেজ ধরা পড়েনি তাদের আর কখনও ব্লকেজ এর ঝুকি থাকবেনা।
উপাদান সমূহ
প্রথমেই বাজার হতে যোগাড় করতে হবে কয়েকটি জিনিস ১. লেবু ২. রসুন ৩. আদা ৪. মধু এবং ৫. আপেল সিডার ভিনেগার (বিভিন্ন সুপা শপ বা বড় মুদি দোকানে পাওয়া যায়)।
প্রস্তুত প্রনালী
১ (এক) কাপ লেবুর রস, ১ (এক) কাপ রসুনের রস ও ১ (এক) কাপ আদার রস এর সাথে ১ (এক) কাপ আপেল সিডার ভিনেগার একসাথে মিলিয়ে হালকা আচে জালাতে হবে কিছুক্ষণ। জাল দেয়ার ফলে উক্ত ৪ (চার) কাপ হতে কমে যখন ৩ (তিন) কাপ মত হবে তখন তা নামিয়ে ঠান্ডা করতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এর সাথে সমপরিমান অর্থাত আরো ৩ (তিন) কাপ মধু মিলাতে হবে। ব্যাস তৈরী হয়ে গেল হার্ট ব্লকেজের মহৌষধ। এর পর কাচেঁর বোতল বা জারে সংরক্ষন করতে হবে।
সেবন বিধি:
প্রস্তুতকৃত দাওয়াই রোজ সকালে খালি পেটে ১ (এক) চামচ করে নিয়মিত খেলে হবে। আল্লাহর রহমতে নিয়মিত পান করলে পাওয়া যাবে কাঙ্খিত ফল। নিয়মিত এটা সেবনে নিয়ন্ত্রনে রাখা যাবে শরীরে বাড়তি মেদ জমা।
Hey! I’m at work browsing your blog from my new iphone!
Just wanted to say I love reading your blog and look forward
to all your posts! Carry on the superb work! 0mniartist asmr
Thank You so much for passed comments and visit http://www.infohomebd.com. I have also visit your dynamic web site. It is awesome and It’s really a great.