গাড়ী কেনার পর সেটির রেজিস্ট্রেশনের জন্য বিআরটিএ’র সংশ্লিষ্ট সার্কেল অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার পর বিআরটিএ’র সংশ্লিষ্ট সার্কেল অফিস কর্তৃক আবেদন ও সংযুক্ত দালিলাদি যাচাই-বাছাই করা হবে। দলিলাদি যাচাইয়ে সঠিক পাওয়া গেলে আবেদনকারীকে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ফি জমা প্রদান করার জন্য একটি এ্যাসেসমেন্ট স্লিপ দেয়া হবে। ফি জমা দেয়ার পর গাড়িটি পরিদর্শনের জন্য বিআরটিএ’র সংশ্লিষ্ট সার্কেল অফিসে হাজির করতে হবে।
গাড়ীর রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
১ । মালিক ও আমদানিকারক/ডিলার কর্তৃক যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করা নির্ধারিত আবেদনপত্র [আবেদন ফরম বিআরটিএ’র ওয়েবসাইটের DOWNLOAD FORMS থেকে বা বিআরটিএ অফিস হতে সংগ্রহ করা যাবে];
ক) একাধিক ব্যক্তি যৌথভাবে কোনো গাড়ির মালিক হলে সেক্ষেত্রে একজনের নামে রেজিস্ট্রেশনের জন্য সকলের সম্মতি সম্বলিত হলফনামা;
খ) প্রতিষ্ঠান/কোম্পানির ক্ষেত্রে স্বাক্ষর ও সিলমোহর;
গ) ব্যাংক অথবা অর্থলগ্নি প্রতিষ্ঠানের সাথে গাড়ির মালিকানার আর্থিক সংশ্লিষ্টতা থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যাডে রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ বরাবর আবেদন;
২ । বিল অব এন্ট্রি, ইনভয়েস, বিল অব লেডিং ও এলসি’র কপি;
৩ । সেল সার্টিফিকেট/সেল ইন্টিমেশন/বিক্রয় প্রমাণপত্র (আমদানিকারক/বিক্রেতা প্রদত্ত);
৪ । প্যাকিং লিস্ট, ডেলিভারী চালান ও গেইট পাশ (সিকেডি গাড়ির ক্ষেত্রে);
৫ । টিন সার্টিফিকেট এবং অগ্রিম/অনুমিত আয়কর প্রদানের প্রমাণপত্র;
৬ । বিদেশি নাগরিকের নামে রেজিস্ট্রেশন/মালিকানা বদলি হলে বাংলাদেশের ওয়ার্ক পারমিট এবং ভিসার মেয়াদের কপি;
৭ । (ক) মূসক-১ (প্রযোজ্য ক্ষেত্রে), (খ) মূসক-১১(ক)/ভ্যাট (প্রযোজ্য ক্ষেত্রে), (গ) ভ্যাট পরিশোধের চালান (প্রযোজ্য ক্ষেত্রে )
৮ । বাস, ট্রাক, হিউম্যান হলার, ডেলিভারী ভ্যান, অটো টেম্পু ইত্যাদি মোটরযানের ক্ষেত্রে প্রস্তুতকারক/বিআরটিএ কর্তৃক অনুমোদিত বডি ও আসন ব্যবস্থার স্পেসিফিকেশন সম্বলিত ড্রইং;
৯ । সিকেডি মোটরযানের ক্ষেত্রে বিআরটিএ’র টাইপ অনুমোদন ও অনুমোদিত সংযোজনী তালিকা;
১০। প্রযোজ্য ক্ষেত্রে বডি ভ্যাট চালান ও ভ্যাট পরিশোধের রসিদ;
১১। প্রযোজ্য রেজিস্ট্রেশন ফি জমাদানের রসিদ;
১২। কাস্টমস্ কর্তৃপক্ষ ও জাতীয় রাজস্ব বোর্ডের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে);
১৩। ব্যক্তি মালিকানাধীন আবেদনকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (NID)/পাসপোর্ট/টেলিফোন বিল/বিদ্যুৎ বিল ইত্যাদির যে-কোনটির সত্যায়িত ফটোকপি এবং মালিক প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের প্যাডে চিঠি;
১৪। নিলামে ক্রয়কৃত প্রতিরক্ষা বিভাগের গাড়ির ক্ষেত্রে লগবুকে বর্ণিত প্রস্তুত কাল ও প্রস্তত কারকের বিস্তারিত বিবরণ সম্বলিত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদত্ত ছাড়পত্র;
১৫। নিলামে ক্রয়কৃত সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের গাড়ির ক্ষেত্রে নিলাম সংক্রান্ত কাগজপত্র এবং মেরামতের বিস্তারিত বিবরণ।
১৬। রিকন্ডিশন্ড মোটরযান রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিম্নোক্ত অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হবে-
ক) ‘টিও’ ফরম (ক্রেতা কর্তৃক স্বাক্ষরিত), ‘টিটিও’ ফরম ও বিক্রয় রসিদ (আমদানিকারক কর্তৃক স্বাক্ষরিত)।
খ) ডি-রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মূল কপি। এবং ডি-রেজিস্ট্রেশনের ইংরেজি অনুবাদের সত্যায়িত কপি (সার্টিফিকেট অব ক্যানসেলেশন এর কপি);
গ) এক কপিতে একাধিক গাড়ির বর্ণনা থাকলে মূলকপি প্রদর্শনপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/বিভাগ কর্তৃক সত্যায়িত কপি দাখিল করা যাবে।
১৭। মোটরযান পরিদর্শক কর্তৃক গাড়িটির পরিদর্শন প্রতিবেদন;
রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় ফি
সিডান, কার, জীপ ও অন্যান্য প্রাইভেট যানবাহনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ৯৮,০০০/- টাকা প্রদান করতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
রেজিস্ট্রেশন এর জন্য গাড়িটি পরিদর্শন করার পর মালিকানা ও গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য বিআরটিএ’র ইনফরমেশন সিস্টেমে এন্টি করা হবে। বিআরটিএ’র ইনফরমেশন সিস্টেমে এন্ট্রির পর সহকারী পরিচালক (ইঞ্জি:) কর্তৃক রেজিস্ট্রেশনের অনুমোদন প্রদান করা হবে। রেজিস্ট্রেশন নম্বর উল্লেখপূর্বক একটি প্রাপ্তিস্বীকারপত্র, ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স টোকেন প্রিন্ট করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর করত: গ্রাহককে প্রদান করা হবে।
বায়োমেট্রিক প্রদান
ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরীর নিমিত্ত গ্রাহকের বায়োমেট্রিক্স (ছবি, স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) প্রদানের জন্য গ্রাহককে বিআরটিএ’র সংশ্লিষ্ট সার্কেল অফিসে উপস্থিত হতে হবে। এজন্য গ্রাহককে তার মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে অবগত করা হয়। বায়োমেট্রিক্স প্রদানের পর রেজিস্ট্রেশন সনদ গ্রহণের জন্যও গ্রাহককে এসএমএস এর মাধ্যমে অবগত করা হয়।
Hey! This is my first comment here so I just wanted to give a quick shout out and say I genuinely enjoy reading through
your articles. Can you suggest any other blogs/websites/forums that deal with the same subjects?
Thanks a lot! 0mniartist asmr
I have visited your very useful contents. Thank you so much and you are always welcome to visit and drop valuable comments to https://www.infohomebd.com
Hi there! Quick question that’s totally off topic.
Do you know how to make your site mobile friendly? My site looks weird when viewing
from my apple iphone. I’m trying to find a template or plugin that
might be able to fix this problem. If you have any suggestions, please share.
With thanks! asmr 0mniartist
Thank You so much for passed comments and visit https://www.infohomebd.com. I have also visit your dynamic web site. It is awesome and It’s really a great.
I enjoy what you guys are up too. This type of clever work and reporting!
Keep up the awesome works guys I’ve added you guys to our blogroll.
0mniartist asmr
Thank You so much for passed comments and visit https://www.infohomebd.com. I have also visit your dynamic web site. It is awesome and It’s really a great.