নির্বাচন কমিশনের “প্রবাসী বাংলাদেশীদের পরিচয় নিবন্ধন ও এনআইডি কার্ড প্রদান কার্যক্রম”

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো - Bangladesh Election Commission Logo Png,  Transparent Png - 1024x1024(#436849) - PngFind

এতদিন বিদেশ ফেরত বাংলাদেশী নাগরিকদের পরিচয় নিবন্ধন বা ভোটার নিবন্ধন করে তাদের জাতীয় পরিচয়পত্র প্রদানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে আসছিল নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগসহ মাঠ পর্যায়ের অফিস সমূহ।

কিছুদিন আগে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে প্রবাসী নিবন্ধন ও তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পর্কে একটি সেমিনার করে নির্বাচন কমিশন। উক্ত সেমিনারে বিভিন্ন মন্ত্রনালয় এবং সংস্তার প্রতিনিধি, সাংবাদিক এবং বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতগণ অংশ গ্রহণ করেন। ঐ সেমিনারে সবার নিকট এ বিষয়ে জানতে চায় কমিশন। উক্ত সেমিনারের পর নির্বাচন কমিশন সচিবসহ ৫ সদস্যের একটি প্রতিনিধি দশ সিঙ্গাপুরে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য যান। প্রথম এবং পাইলট ভিত্তিতে সিঙ্গাপুরে এই নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান শুরু করার কথা থাকলেও এখনও চুড়ান্ত করতে পারেনি বহুল প্রতীক্ষিত এই প্রবাসী বাংলাদেশীদের প্রবাসের মাটিতে বসে নিবন্ধন ও বহুল কাঙ্খিত জাতীয় পরিচয়পত্র প্রদান।