জেলা নির্বাচন অফিস হতে মূদ্রণ হচ্ছে জাতীয় পরিচয় পত্র

১০টি আঞ্চলিক নির্বাচন অফিসের পর এবার দেশের ৬৪টি জেলার সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস হবে প্রথমে হারানো এবং পরে ক্রমান্বয়ে নতুন এবং সংশোধিত জাতীয় পরিচয়পত্র মূদ্রনের ক্ষমতা প্রদান করা হয়েছে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের জেলা/সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাগণকে।এতে জাতীয় পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে জনগনের সময় ও বিড়ম্বনা দুটো্ই কমলো।

এজন্য প্রত্যেকটি জেলা নির্বাচন অফিসে আধুনিক মানের দুইটি করে কালার প্রিন্টার কেনা হয়েছে এবং সংযোগ প্রদান করা হয়েছে উচ্চ গতির ইন্টারনেট, যার মাধ্যমে ভারচুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন। ডেডিকেটেড লাইনের মাধ্যমে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় ডাটাবেজ জেলা পর্যায়ের অফিসে হতে মূদ্রণ হচ্ছে জাতীয় পরিচয়পত্র। এতে ঢাকা হতে মূদ্রণ করে প্রেরণ করার সময় লাঘব হয়ে জনগন অল্প সময়েই পাচ্ছে জাতীয় পরিচয়পত্রের সেবা।

জাতীয় পরিচয়পত্রের সেবা আরো সহজীকরনের বিষয়ে কাজ করছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বা এনআইডি উইং।

37 Replies to “জেলা নির্বাচন অফিস হতে মূদ্রণ হচ্ছে জাতীয় পরিচয় পত্র”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *