এই গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে প্রচুর মানুষ। গরমে আরাম পেতে অনেকে রাস্তা বা ফুটপাথ হতে বিভিন্ন চটকদার রঙ্গের সরবত খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। দেখতে বেশ আকর্ষনীয় হওয়ায় অনেকেই গরমে তৃষ্ণা মেটাতে অনেকে বরফ গলানো ঠান্ডা লেবু/ট্যাং জাতীয় জিনিস মিশ্রিত পানি পান করে হন ডায়রিয়ায় আক্রান্ত।
বেশীরভাগ ক্ষেত্রে অস্বাস্থ্যকর জীবানুযুক্ত পানি দিয়ে তৈরী বরফ এর মূল কারণ। মিনারেল ওয়াটারের জারে রাখা পানি ব্যবহার করে সরবত বানাতে দেখালেও অনেক সময় এ পানি আসলে বিশুদ্ধ পানি থাকে না। ডায়ারিয়া একটি পানি বাহিত রোগ এবং বেশীরভাগ ক্ষেত্রে এর কারণেই এসবের মাধ্যমে ডায়রিয়া ছড়িয়ে পড়ে।
তাই সাবধানতা অবলম্বন করা উচিত ফুটপাথের এসব চিত্তাকর্ষক ও লোভনীয় সরবত পান করা থেকে। এই গরমে হাসপাতালগুলোতে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়তই। মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে প্রতি ঘন্টায় অন্তত ২০ জন নতুন রোগী আসছে এই গরমে।
terrific as well as amazing blog. I truly intend to thank you, for offering us much better info.