SMS দিয়ে পাবেন এনআইডি নম্বর।

বিভিন্ন সময় এনআইডি কার্ডের জন্য নিবন্ধন সম্পন্ন করে অনেকেই নির্বাচন কমিশন কখন কার্ড দিবে সেই অপেক্ষায় থাকেন। এনআইডি সার্ভিস অনলাইন সিস্টেমে শুরু করায় এখন কিন্ত আর সেই কবে কার্ড আসবে তার জন্য বসে থাকার প্রয়োজন নাই। আপনার প্রাপ্তি রশিদে মূদ্রিত ফরম নম্বরটি একটি এসএমএস দিয়ে পাঠালেই আপনি পেয়ে যাবেন আপনার এনআইডি নম্বর। অতপর এই এনআইডি নম্বর ব্যবহার করে এনআইডি সিস্টেমে রেজিস্টার করে আপনি পেতে পারেন আপানার কাঙ্খিত এনআইডি কপি। এজন্য কাউকে কোন ফি দেয়ারও প্রয়োজন হবে না। বিনামূল্যে এই সেবাটি পাবেন নির্বাচন কমিশন এর এনআইডি সিস্টেম হতে।

মেসেজিং পদ্ধতি:

যারা নতুন নিবন্ধন করেছেন কিন্ত NID কার্ড পাননি বা NID নম্বর জানেন না তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন nid এরপর একটা স্পেস দিয়ে আপনার নিবন্ধন স্লিপে মূদ্রিত নম্বরটি XXXXXXX যা ফরম নম্বর হিসেবে দেয়া আছে সেটি টাইপ করুন এরপর আরেকটা স্পেস দিয়ে আপনার জন্ম তারিখটি টাইপ করুন এই ফরমেটে dd-mm-yyyy এবং পাঠিয়ে দিন 105 নম্বরে।

খেয়াল রাখুন জন্ম তারিখ এর প্রথমে দুই সংখ্যার দিন যেমন, আপনার জন্ম দিন যদি হয় ১ তারিখ তাহলে লিখুন 01 এরপর একটা হাইফেন দিতে হবে (অন্য কোন চিহ্ন দিলে কাজ করবে না) এরপর লিখুন দুই সংখ্যার মাস।

যেমন, আপনার জন্ম যদি হয় জানুয়ারি মাসে তাহলে লিখুন 01 এরপর আরেকটি হাইফেন দিয়ে লিখুন বছর আপনার জন্ম যদি হয় ১৯৭৭ তাহলে লিখুন 1977 তাহলে ফিরতি এসএমএস এ জানিয়ে দেয়া হবে আপনার এনআইডি নম্বরটি।

উদাহরণ:

105 নম্বরে প্রেরণ করুন

nid ><ফরম নম্বর><dd-mm-yyyy

nid 3333333 01-01-1992

74 Replies to “SMS দিয়ে পাবেন এনআইডি নম্বর।”

  1. Good post. I learn something new and challenging on sites I stumbleupon every day. It will always be helpful to read content from other authors and use something from their websites. Lyssa Gino Wehrle

  2. Hey there. I discovered your website by the use of Google at the same time as searching for a comparable topic, your site got here up. It looks great. I have bookmarked it in my google bookmarks to come back then. Elonore Raynard Nierman

  3. Hiya, I am really glad I have found this info. Nowadays bloggers publish only about gossip and internet stuff and this is actually annoying. A good site with interesting content, this is what I need. Thank you for making this web site, and I will be visiting again. Do you do newsletters by email? Joelle Allin Kleper

  4. Sejak lama aku sendiri suka penasaran apa bedanya UKM dan UMKM, hingga kadang ketuker-tuker kalau nulis atau membahasakan kedua istilah ini kalau lg ngobrol. Kini, dapat pencerahan dari Kak Fadli. Fannie Tirrell Forward

  5. Everything is very open with a clear explanation of the challenges. It was truly informative. Your website is extremely helpful. Many thanks for sharing! Meris Martin Codie

  6. Someone necessarily assist to make critically articles I would state. This is the first time I frequented your web page and thus far? I surprised with the research you made to make this particular submit incredible. Wonderful activity! Margeaux Dwight Greiner

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *