SMS দিয়ে পাবেন এনআইডি নম্বর।

বিভিন্ন সময় এনআইডি কার্ডের জন্য নিবন্ধন সম্পন্ন করে অনেকেই নির্বাচন কমিশন কখন কার্ড দিবে সেই অপেক্ষায় থাকেন। এনআইডি সার্ভিস অনলাইন সিস্টেমে শুরু করায় এখন কিন্ত আর সেই কবে কার্ড আসবে তার জন্য বসে থাকার প্রয়োজন নাই। আপনার প্রাপ্তি রশিদে মূদ্রিত ফরম নম্বরটি একটি এসএমএস দিয়ে পাঠালেই আপনি পেয়ে যাবেন আপনার এনআইডি নম্বর। অতপর এই এনআইডি নম্বর ব্যবহার করে এনআইডি সিস্টেমে রেজিস্টার করে আপনি পেতে পারেন আপানার কাঙ্খিত এনআইডি কপি। এজন্য কাউকে কোন ফি দেয়ারও প্রয়োজন হবে না। বিনামূল্যে এই সেবাটি পাবেন নির্বাচন কমিশন এর এনআইডি সিস্টেম হতে।

মেসেজিং পদ্ধতি:

যারা নতুন নিবন্ধন করেছেন কিন্ত NID কার্ড পাননি বা NID নম্বর জানেন না তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন nid এরপর একটা স্পেস দিয়ে আপনার নিবন্ধন স্লিপে মূদ্রিত নম্বরটি XXXXXXX যা ফরম নম্বর হিসেবে দেয়া আছে সেটি টাইপ করুন এরপর আরেকটা স্পেস দিয়ে আপনার জন্ম তারিখটি টাইপ করুন এই ফরমেটে dd-mm-yyyy এবং পাঠিয়ে দিন 105 নম্বরে।

খেয়াল রাখুন জন্ম তারিখ এর প্রথমে দুই সংখ্যার দিন যেমন, আপনার জন্ম দিন যদি হয় ১ তারিখ তাহলে লিখুন 01 এরপর একটা হাইফেন দিতে হবে (অন্য কোন চিহ্ন দিলে কাজ করবে না) এরপর লিখুন দুই সংখ্যার মাস।

যেমন, আপনার জন্ম যদি হয় জানুয়ারি মাসে তাহলে লিখুন 01 এরপর আরেকটি হাইফেন দিয়ে লিখুন বছর আপনার জন্ম যদি হয় ১৯৭৭ তাহলে লিখুন 1977 তাহলে ফিরতি এসএমএস এ জানিয়ে দেয়া হবে আপনার এনআইডি নম্বরটি।

উদাহরণ:

105 নম্বরে প্রেরণ করুন

nid ><ফরম নম্বর><dd-mm-yyyy

nid 3333333 01-01-1992

74 Replies to “SMS দিয়ে পাবেন এনআইডি নম্বর।”

  1. When some one searches for his necessary thing, so he/she needs to be available that in detail, thus that thing is maintained over here.| Auroora Yance Noma

  2. This post really highlights the adventure of it all. Summiting Whitney, then Forester, the ride in the back of the truck, trail magic, and a movie in town. Thanks for sharing! Ellyn Loy Sproul

  3. Hello my friend! I want to say that this article is amazing, great written and come with almost all vital infos. I would like to peer more posts like this .| Elinore Louie Hathaway

  4. certainly like your website but you have to take a look at the spelling on quite a few of your posts. Several of them are rife with spelling issues and I find it very troublesome to inform the truth then again I will surely come back again. Delilah Bennie Tomkin

  5. Good site! I really love how it is simple on my eyes and the data are well written. I am wondering how I might be notified when a new post has been made. I have subscribed to your RSS feed which must do the trick! Have a nice day! Alanna Paton Pascal

  6. Hi, er staat dat ik 2 keer een stukje appeltaart mag, raad je dan aan om hem zelf te maken of kant en klaar? En hoe groot mag dat stukje dan zijn? Miquela Wallis Joselyn

  7. Having read this I thought it was very enlightening. I appreciate you finding the time and effort to put this article together. I once again find myself personally spending a lot of time both reading and leaving comments. But so what, it was still worthwhile! Britney Callean Macegan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *