বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরব এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত IsDB-BISEW. বাংলাদেশে সুবিধা বঞ্চিত মেধাবী মুসলমান যুব সমাজের তথ্য প্রযুক্তির শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে।
“বদলে নিন নিজেকে পাল্টে দিন ভবিষ্যত“ এই স্লোগানে প্রশিক্ষণ প্রদান করে থাকে IsDB-BISEW নামক সংস্থা। রাজধানী শহর ঢাকা এবং বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম এর যে কোন স্থানে গ্রহণ করার সুযোগ রয়েছে এই প্রশিক্ষণটি। প্রশিক্ষন গ্রহণ করতে অনলাইনে করা যাবে আবেদন। অনলাইনে আবেদনের জন্য যেতে হবে apply.idb-bisew.info এই ওয়েব পেইজ-এ।
কোর্সের নাম, মেয়াদ, নূন্যতম যোগ্যতা, সুবিধাসমূহ ইত্যাদি তথ্যাদি বিস্তারিত জানা যাবে www.idb-bisew.org অথবা ফেইজবুকে www.facebook.co/IDBBISEWScholarship । এছাড়া ই-মেইল করে জানা যাবে intake@idb-bisew.org ঠিকানায়।
প্রতি বছর ১/২ বার করে আবেদনকারীদের ভর্তির জন্য আহবান করা হয় এবং কোর্স পরিচালনা করা হয়। আবেদন ফি ১০০ টাকা এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর।
https://t.me/s/ke_1Go
https://t.me/s/ke_Volna
https://t.me/s/ke_Gama
https://t.me/s/ke_Starda
https://t.me/s/ke_Monro
https://t.me/s/ke_CatCasino
https://t.me/s/ke_Casino_X
https://t.me/s/ke_1xSlots
https://t.me/s/kef_beef
https://t.me/s/kef_R7