নির্বাচনী ফ্রাক্ট:
বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ার কারণে নির্বাচন কমিশন আসন শুন্য ঘোষনা দিয়ে শুন্য হওয়া বগুড়া-৬ আসনের পুন:নির্বাচন করার তফসিল ঘোষনা করেছে আগামী ২৪ জুন ২০১৯ সোমবার। একই সাথে বগুড়া-৬ আসনের নির্বাচন ইভিএম পদ্ধতিতে করার সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশন সচিব জনাব হেলালুদ্দিন আহমদ। ঐ নির্বাচনে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ে নির্ধারিত দিন ২৭ মে সোমবার এবং মনোনয়নপত্র প্রত্যাহার এর শেষ দিন ৩ জুন ২০১৯ সোমবার। এছাড়া বৈধ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ করা হবে ৪ জুন ২০১৯ মঙ্গলবার।
ভোট গ্রহনের সময়সূচীর পরিবর্তন:
বগুড়া-৬ আসনের নির্বাচনে নির্বাচন কমিশনের এতদিনের প্রথাগত ভোটগ্রহণের সময় পরিবর্তন করে সময়সীমা নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত যা এতদিন ছিল সকাল ৮ টা হতে বিকেল ৪টা।
নির্বাচনী ফলাফল:
অত্যন্ত সুষ্ঠু ও অবাধ পরিবেশে ২৪ জুন ২০১৯ তারিখ নির্বাচন সম্পন্ন হলো জাতীয় সংসদের ৪১ বগুড়া-৬ আসনের নির্বাচন। নির্বাচনে সকল দলের অংশগ্রহন ও সহ-অবস্থান ছিল চোখে পড়ার মতো। কোন দলের বা প্রার্থীরই ছিল না কোন অভিযোগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি দলীয় ছেড়ে দেয়া আসনে ব্যাপক ভোটের ব্যবধানে আবার পুন:নির্বাচিত হলো একই দলে প্রার্থী জনাব সিরাজ যিনি ফুড ভিলেজ এবং এস আর পরিবহনের কর্নধারও বটে। বগুড়ার নির্বাচনে কোথাও কোন সংঘর্ষের ঘটনা ঘটে নাই।
https://t.me/s/ke_Casino_X
https://t.me/s/ke_Martin
https://t.me/s/ke_Pokerdom
https://t.me/s/ke_Sol
https://t.me/s/ke_Vulkan
https://t.me/s/ke_Vodka
https://t.me/s/kef_Lex
https://t.me/s/kef_R7
https://t.me/s/kef_beef
https://t.me/s/ke_1Win