গত ২৫ এপ্রিল, ২০১৯ তারিখ ৪৫ জন কর্মকর্তাকে উপসচিব পদে চলতি দায়িত্ব প্রদানের কয়েকদিনের মাথায় ৫ মে ২০১৯ তারিখ আবার আরো ১০৫ জন ১ম শ্রেণির কর্মকর্তা যারা বিগত ১৪ বছর উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা/সহকারী সচিব/সহকারী পরিচালককে সিনিয়ন সহকারী সচিব পদমর্যাদায় চলতি দায়িত্ব প্রদান করলেন নির্বাচন কমিশন। এই ১০৫ জন কর্মকর্তার সবাই ২০০৫ সালে উপজেলা/থানা নির্বাচন অফিসারের ১ম শ্রেণির পদে সরাসরি যোগ দেন। এর ফলে তারা কোন আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না কারন পদোন্নতি না পেলেও ২০১৭ সালেই তারা ৬ষ্ঠ গ্রেড এর সিনিয়র স্কেল অর্জন করেছে। তবে এবারও যে পদে পদোন্নতি বা দায়িত্ব প্রদান করা হলো এত পদ খালি না থাকায় তাদেরকে ইনসিটু হিসেবে দায়িত্ব পালন করতে হবে পূর্বের পদেই। এই আদেশের ফলে তারা জেষ্ঠতা দাবী করতে পারবেন না। তবে শুধু কর্মকালীন সময়ের জন্য দায়িত্বভাতা প্রাপ্য হবেন এবং যে কোন সময় কর্তৃপক্ষ এ আদেশ বাতিল করতে পারবে। এছাড়া কর্তৃপক্ষ তাদের প্রয়োজনে বর্তমান পদে বদলী করতে পারবে মর্মেও আদেশে বলা হয়েছে।