স্টিমার পানে ছুটা পাখিদের বহর

বরিশাল হতে গ্রীনলাইন ওয়াটার ওয়েজে ঢাকার পথে বিকেল বেলা ওয়াটার বোটের পিছ ধরা পাখিদের বিশাল বহর যার সৌন্দর্যে বিমোহিত হয়ে এর কয়েক মূহুর্তকে মোবাইলের ক্যামেরায় বন্ধী করে রেখেছিলাম। যার ভিডিও ক্লিপ সকলের জন্য শেয়ার করলাম।

কেন ছুটছিল পাখিগুলো? অনেকে বলেছে ওয়াটার বোটের পেছনে যে পানির তোড় তাতে অনেক মাছ উঠতে থাকে। সেই মাছ খেতে পাখিদের দল বোটের পেছন পেছন আসতে থাকে। তবে সূর্য যখন ডুবতে থাকে তখন পাখিগুলো আস্তে আস্তে পিছু হঠতে থাকে এবং যখন অন্ধকার হয়ে যায় তথন আর পাখিরা পেছন পেছন আসে না।

252 Replies to “স্টিমার পানে ছুটা পাখিদের বহর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *