শহর কিংবা গ্রামে প্রতিদিনই ঘটছে আগুন লাগার ঘটনা। আগুন হতে সাবধান থাকতে ম্যাচ, সিগারেট বা চুলার আগুন নেভানো নিশ্চিত করা জরুরী। গ্যাসের চুলা/লাইন হতে গ্যাস লিকেজ আছে কিনা পরীক্ষা করাও জরুরী।
রান্না ঘরের দরজা/জানালা বন্ধ থাকলে চুলা জালানোর আগে কিছু সময় তা খুলে রেখে চুলা জালালে বিপদের আশংকা কম থাকবে। গ্যাস লিক করলে গ্যাসের গন্ধ বের হয়, যা পরখ করা যেতে পারে। গাসের চুলায় কাপড় শুকানো খুবই বিপদজনক, এটা পরিহার অত্যাবশ্যক।
কাঠ বা লাকরি দিয়ে যারা রান্না করেন তাদের রান্না শেষ হলে চুলায় হালকা পানির ছিটা দিয়ে তপ্ত আগুন কিছুটা দমিয়ে রেখে চুলার উপর কোন হাড়ি জাতীয় কিছু দিয়ে মুখটা বন্ধ করে রাখার ব্যাপারে অভ্যাস গড়ে তুলতে পারেন। এছাড়া চুলা হতে কিছুটা দুরে শুকনা জালানী রাখবেন।
সাবধানতা ছাড়াও মোবাইলে এবং নোটবুকে জরুরী ফোন নম্বরের স্থানে রাখুন ফায়ার সার্ভিসের ফোন নম্বর। এরপরেও যদি অনাকাঙ্খিতভাবে আগুন লেগেই যায় তাহলে ফায়ার সার্ভিসকে কল করুন
online purchase viagra
http://buypropeciaon.com/ – Propecia
Are There Side Effects For Keflex